এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ জেলা কারাগারে আটককৃত বন্দিরা মোবাইল ফোনে স্বজনদের সাথে কথা বলতে পারবেন। মহামারি করোনা ভাইরাস সংক্রমন সংক্রান্ত পরিস্থিতিতে কারাবন্দিদের জন্য কারাগারসমূহে জরুরী ফোন বুথ স্থাপন ও বন্দিদের ফোনে কথা বলার ব্যবস্থা করেন। সেই মোতাবেক হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেল সুপার ভারপ্রাপ্ত সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং জেলার মোঃ জয়নাল আবেদীন ভূইয়া। এ তথ্য নিশ্চিত করে জেলার মোঃ জয়নাল আবেদীন ভূইয়া জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে অংশ হিসেবে এ কার্যক্রম চালু করা হয়েছে। বন্দিরা যাতে কারাগারে থেকে তাদের স্বজনদের সাথে কথা বলে খোঁজ খবর রাখতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বন্দি ৫ মিনিট করে তাদের নিকটাত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com