যখন থেকে বুঝতে শিখি তখন থেকেই পথশিশুদের জন্য মন কাঁদে। ইচ্ছে করে তাদের জন্য কিছু একটা করি। এভাবেই নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করে হবিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সঙ্গীতশিল্পী প্রত্যাশা দাশ পূজা। ছোট্ট বেলা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ শেখার পাশাপাশি সঙ্গীতাঙ্গনে তার পথচলা। পাশাপাশি চলতে থাকে নৃত্য চর্চা ও চিত্রাংকন। নিজেকে শানিত করে নিতে সে হবিগঞ্জের বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক স্বরবিন্দু দাশ এবং পরে ঊর্মি রায়ের কাছে সঙ্গীত, শিপ্রা দাশ ও মিথুন রঞ্জন দাশের কাছে চিত্রাঙ্কন এবং রুমা দাশের কাছে নৃত্যের তালিম নেয়। বর্তমানে লেখাপড়ার চাপে পড়ে নৃত্য চর্চায় ভাটা পড়েছে। তবে স্কুলের সকল প্রোগ্রামে নৃত্যে সে পারফর্ম করে থাকে। সে প্রায় ৩০টি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ২৫টিতে বিজয়ীসহ জাতীয় পর্যায়েও বেশ কয়েকটিতে অংশ নিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছে। তার প্রিয় রবীন্দ্র সঙ্গীত হলেও নজরুল গীতিতে সে বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী। নৃত্যে পারফর্ম করেছে একুশে টেলিভিশনেও। তার প্রিয় খাবার ডিম-ফুসকা, প্রিয় ফল আম, প্রিয় ফুল অপরাজিতা। সাদা পবিত্রতার প্রতীক আর সাদা রং-ই তার প্রিয়। আনন্দ উৎসবে সে শাড়ি পরিধান করতে পছন্দ করে। তার অবসর সময় কাটে গান গেয়ে, ছবি একে আর গান শুনে। পূজার বাবা প্রাণেশ রঞ্জন দাশ ও মা কানন রানী দাশ উভয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পূজা স্বপ্ন দেখে লেখাপড়া করে বড় হয়ে সে একজন ভাল ডাক্তার হবে। ডাক্তার হয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, তাদের সেবা করবে। তাছাড়া সে একজন ভাল সঙ্গীত শিল্পী হতে চায়। এজন্য সে সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করেছে। পূজার এ স্বপ্ন সফল হোক দৈনিক হবিগঞ্জের মুখ পরিবারের পক্ষ থেকে এ শুভ কামনা রইল।