করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের অনুরোধ
স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান হবিগঞ্জবাসীর উদ্দেশ্যে কিছু দিকনির্দেশনা দিয়েছে। জেলা প্রশাসকের ফেসবুকে এই দিকনির্দেশনা দেয়া হয়। হবিগঞ্জবাসীর স্বার্থে নি¤েœ তাঁর দিকনির্দেশনাটি তুলে ধরা হলো-
সরকার করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে ইতোমধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। সেইসাথে হবিগঞ্জ জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদেরকে নিজ বাড়িতে অবস্থান করে পাঠ্যবই পাঠে মনোনিবেশ করতে অনুরোধ জানানো হচ্ছে। সম্মানিত অভিভাবকবৃন্দ বিষয়টি নিশ্চিত করবেন এবং নিজ নিজ সন্তানকে জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে আসতে নিষেধ করবেন। শিক্ষকদেরও বিভিন্ন ব্যাচে প্রাইভেট পড়ানোর থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। সেই সাথে স্কুল কলেজের ছাত্রাবাস সমূহে ছাত্র-ছাত্রীর উপস্থিতি সীমিত রাখার জন্য অনুরোধ করা হল। এর কোনো ব্যত্যয় ঘটলে ০১৭২১০৪৭৪৬৭ নম্বরে অথবা জেলা প্রশাসনের ফেইসবুক অথবা হোয়াটসঅ্যাপে অবহিত করার জন্য অনুরোধ করা হল। স্বাস্থ্যঝুঁকি এড়াতে জনস্বার্থে বিষয়টি অত্যন্ত জরুরি। সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।
একই সাথে হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন তথ্যপ্রদান ও সহায়তা পেতে নিম্নোক্ত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
০১৭২১০৪৭৪৬৭, ০১৭১৬৪০২১৪৮, ০১৭৭৯৯৭৬৭০৬, ০১৭৬৬১১৯৬০০। এছাড়া উপজেলাভিত্তিক যোগাযোগের মোবাইল নম্বরগুলো হচ্ছে- ০১৭৩০৩৩১১৪০ (বানিয়াচং), ০১৭৩০৩৩১১৪৬ (নবীগঞ্জ), ০১৭৩৫৩৮১৮৯৮ (মাধবপুর), ০১৭৩০৩৩১১৪৩ (হবিগঞ্জ সদর), ০১৭১২১৪৯৩০২ (চুনারুঘাট), ০১৭৩০৩৩১১৪১ (বাহুবল), ০১৭৩০৩৩১১৩৯ (আজমিরীগঞ্জ), ০১৭৩০৩৩১১৩৮ (শায়েস্তাগঞ্জ), ০১৭৩০৩৩১১৪৪ (লাখাই)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com