ফাইনাল ইয়ারে অটিস্টিক চিলড্রেনের উপর থিসিস লিখতে রবিবার হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী সুপ্রিয়া চক্রবর্তী। এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও কর্তৃপক্ষের সাক্ষাতকার নেন এবং স্কুলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাসনুভা শামীম ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদত হোসেন সাদত, কোষাধ্যক্ষ আব্দুস সহিদ, স্কুলের প্রধান শিক্ষক শেখ মোঃ ফয়জুল হক, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইয়াকুব উল্লাহ, শিক্ষক-শিক্ষিকাসহ প্রতিবন্ধী ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ।
ফাইনাল ইয়ারে অটিস্টিক চিলড্রেনের উপর থিসিস লিখছেন সুপ্রিয়া চক্রবর্তী। তাই তিনি অটিস্টিক শিশুদের সাথে দেখা করতে ও অভিভাবকদের সাক্ষাতকার নিতেই হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামীমের সাথে মোবাইল ফোনে কথা বলেন ও প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি বলেন, এ পর্যন্ত সিলেট বিভাগের অনেক বেসরকারি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন কিন্তু হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র তার নজর কেড়েছে। মনোমুগ্ধকর পরিবেশ, স্কুলের কার্যক্রম এবং শিক্ষার গুণগতমান দেখে তিনি মুগ্ধ হয়েছেন। হবিগঞ্জ জেলায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য এমন সুন্দর একটি স্কুল প্রতিষ্ঠা করায় স্কুল কর্তৃপক্ষের প্রশংসা করেন। পাশাপাশি কোমল শিশুদের ভবিষ্যতের কথা ভেবে এমন মহৎ কাজটি প্রতিষ্ঠা করায় তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি শামীমকে অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি