বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উগ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। ইপিআই টেকনিশিয়ান উস্তার মিয়া তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মা-মনি প্রজেক্টের ইউসিও সাব্বির আহমেদ প্রমূখ।
আগামি ১৮-২৫ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিয়মিত টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদেরকে ১ ডোজ এমআর টিকা খাওয়ানো হবে বলে সভায় উপস্থিত সকলকে অবহিত করা হয়। এ বছরের টিকাদানের লক্ষ্যমাত্রা ৫৪ হাজার ৪০৮ জন। তন্মধ্যে ছাত্র-ছাত্রী ৩০ হাজার ৯১৪ জন ও নিয়মিত টিকাদান কেন্দ্র্রে ২৩ হাজার ৪৯৪ জন।