স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানি নিস্কাশনের ড্রেন ভরাট করে দোকানঘর নির্মাণ করেছে একটি প্রভাবশালী মহল। ফলে বৃষ্টির মৌসুমে বিদ্যালয়ের পানি নিস্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের আঙ্গিনায় পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মারুফ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া বিদ্যালয়ের সীমানা নির্ধারণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট পৃথক একটি অবেদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার খানম।
এলাকাবাসী, শিক্ষার্থীর অভিভাবক ও অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পূর্বপাশে বাজার ও বিদ্যালয়ের পানি নিষ্কাশনের একটি ড্রেন রয়েছে। এ ড্রেন দিয়ে বাজার ও বিদ্যালয়ের পানি নিষ্কাশন হয় একটি নালায়। এ নালাটি উপজেলা পরিষদ থেকে সম্প্রতি খননও করা হয়েছে। বিদ্যালয়ের উত্তর পাশে নালার নিকট ড্রেনটি ভরাট করে একই ইউনিয়নের হরিতলা গ্রামের কয়েকজন প্রভাবশালী দোকান ঘর নির্মাণ করেন। ফলে ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়ের ভূমি ও ড্রেনটির উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করে পানি নিস্কাশনের রাস্তা উন্মুক্ত করার দাবি জানান।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, দখলকারী ব্যক্তিদের নোটিশ দেওয়া হবে।