খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার কার্যকর করতে প্রশাসনের প্রতি আহবান

চুনারুঘাট প্রতিনিধি ॥ আহলে সুন্নাত ওয়াল জামাআত চুনারুঘাট উপজেলা ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ শরিফ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার নিজ বাড়ি চন্দনাস্থ কবর স্থানের পাশে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, মাওলানা একে আফছার তালুকদার, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা ছোলাইমান খান রাব্বানী, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, আকল মিয়ার ছেলে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল, ওয়াহিদুল ইসলাম এমরান, মাওলানা শেখ শহিদুল ইসলাম, কাজী মাওলানা আব্দুস সালাম, মাওলানা শেখ মোশাহিদ আলী, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সেক্রেটারি মোঃ মাসুক মিয়া, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মাওলানা মুসলিম খান, মাওলানা মতিউর রহমান হেলালী, সাংবাদিক এস এম সুলতান খান, মাওলানা মোশাহিদুল ইসলাম, উপজেলা যুবসেনা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রসেনা সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, মাওলানা মামুনুর রশিদ, হাফিজ আহমদ তালুকদার, উপজেলা ছাত্রসেনা সভাপতি আব্দুল্লা আল মামুন, হাফেজ শামছুল ইসলাম জাকী, পৌর সভাপতি মোঃ আবু তাহিরসহ বিভিন্ন হাফেজি মাদ্রাসার শিক্ষক ও ছাত্র।
সভায় শহীদ আকল মিয়ার খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পরে মিলাদ শরিফ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অপরদিকে বাদ এশা আল মদিনা জামে মসজিদে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আবুল হোসেন আকল মিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।