নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, কাউন্সিলর জাকির হোসেন, পৌর সচিব আজম হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, অফিস সহকারী সরাজ মিয়া, টিকাদান সুপারভাইজার এলেমান চৌধুরী, সাংবাদিক মুহিবুর রহমান তছনু উপস্থিত ছিলেন। এছাড়া এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে শান্তিশৃঙ্খলার দায়িত্ব পালন করে। অভিযান পরিচালনাকালে শহরে অবৈধভাবে যত্রতত্র স্থানে টমটম, সিএনজি, ট্রাক পার্কিং করে রাখা, ফুটপাতে দোকান বসানোর অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তার উপরে রাখা অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এদিকে ডাক বাংলো সড়কে মাছ বাজারের ঘাটলায় অবৈধ ভাবে বসানো টং দোকান তুলে নিতে ২৪ ঘন্টা সময় দেন ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন নবীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষ। তারা শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।