মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুরে ৪ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার পৃথক পৃথক রায়ে বিভিন্ন মেয়াদে তাদের দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের সফিক উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩২) ও একই এলাকার সুফিউদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (৩২), মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মোঃ এনামুল হক (২২) ও গোবিন্দপুর গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ হেলাল মিয়া (৩০)।
পুলিশ জানায়- মঙ্গলবার দুপুরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফা উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মেহেদী হাসান ও মাহমুদুল হাসানকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে একই দিন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম দেবনগর এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এনামুল হক ও হেলাল মিয়াকে গ্রেফতার করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের কার্যালয়ে হাজির করলে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।