স্টাফ রিপোর্টার ॥ সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হলে মানসম্পন্ন ও সময়োপযোগী উচ্চ শিক্ষা অর্জনের বিকল্প নেই। মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিই পারে সব প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা কাটিয়ে মানুষকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে। রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। যে কারণে আমাদের তরুণ সমাজ দিন দিন দক্ষ হয়ে উঠছে। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আজ ব্যক্তিগত ও দেশের উন্নয়নে কাজ করতে পারছে তারা। বর্তমান সরকার চায় দেশে একজন মানুষও যেন নিরক্ষর না থাকে। অনেক মা-বাবা তার সন্তানদের পড়ালেখা করাতে পারেন না। তাই আমরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করে দিয়েছি। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। ফলে মা-বাবার ওপর থেকে বই কেনার বোঝা কমেছে। এছাড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষায় আগ্রহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, হবিগঞ্জে শিক্ষা ব্যবস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি। শীঘ্রই দৃশ্যমান হবে কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া প্রতিষ্ঠা হয়েছে অনেক স্কুল-কলেজ ও মাদ্রাসা। সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হচ্ছে। আমরা এত উন্নয়ন করতে পারছি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।
উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় এমপি আবু জাহিরকে এই সংবর্ধনা দেয়া হয়। বার’র সর্দার মোঃ সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। এর আগে ৮৫ লাখ টাকা ব্যয়ে উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ে নয়া ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, শিক্ষানুরাগী সদস্য মোঃ জালাল উদ্দিন খান, সাবেক কমিশনার ফরিদ মিয়া, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ বদর উদ্দিন, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, সাবেক কমিশনার মোঃ ইউনুছ মিয়া, মোঃ মঈন উদ্দিন খান, শাহজালাল একাডেমীর অধ্যক্ষ মোঃ আফজাল আহমেদ, মোঃ ফজলুল হক সজলু, মোঃ মফিজুর রহমান বাচ্চু, আওয়ামী লীগ নেতা অমীয় রায়, উমেদনগর শিক্ষা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক প্রমূখ।
উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com