হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ বৃটেনের রাজ পরিবারের দায়িত্ব পালনে আর সরকারি অর্থ পাবেন না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তাছাড়া রাজপদবীও ব্যবহার করতে পারবেন না তারা। আনুষ্ঠানিকভাবে রাণীর প্রতিনিধিত্বও করবেন না এই রাজ দম্পতি। বাকিংহাম পেলেস এক ঘোষণায় এমনটা জানিয়েছে। ঘোষণাগুলো চলতি বছরের বসন্ত থেকে কার্যকর হবে। সোমবার এই দম্পতির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনার পর এ ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, গত ৮ জানুয়ারি প্রিন্স হ্যারি ও মেগান এক ঘোষণায় জানান, তারা রাজপরিবার থেকে বেরিয়ে স্বাধীন জীবনযাপন করতে চান। রাজ পরিবার থেকে অর্থগ্রহণ করবেন না বলেও জানান তারা। এর বদলে নিজেরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি তাদের শিশু সন্তান নিয়ে জীবন যাপনে জন্য বৃটেন ও উত্তর আমেরিকায় ভাগাভাগি করে সময় কাটাতে চান বলে জানিয়েছেন তারা।
রাজপদবী ও দায়িত্ব ছাড়লেও বৃটেনে অবস্থানকালীন সময়ে ফ্রগমোর কটেজেই অবস্থান করবেন হ্যারি-মেগান দম্পতি। কটেজটির সংস্কারে খরচ হওয়া ২৫ লাখ পাউন্ড ফেরত দিয়ে দেবেন তারা।
এদিকে, তাদের সিদ্ধান্ত নিয়ে শনিবার রানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাসের কথাবার্তা এবং সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে রানি মনে করেন, তার নাতি এবং তার পরিবার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে। রানি বলেন, ‘হ্যারি-মেগান ও তাদের সন্তান আর্চি সব সময় আমার পরিবারের অতি আপনজন হয়ে থাকবে।’
পারবেন না রাজপদবী ব্যবহার করতে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com