
নবীগঞ্জ প্রতিনিধি || ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু হয়েছে। নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় সৌদিয়া বাসের চাপায় মা ও তার শিশু ছেলে নিহত হন। তাছাড়া মহাসড়কের হাফিজপুর এলাকায় ঢাকাগামী শ্যামলী বাসের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো-১১-১০৭৪) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা মা-ছেলে নিহত হন। স্থানীয়রা জানান, বাসটি এত দ্রুতগতিতে চলছিল যে চাপা খাওয়ার সাথে সাথেই মা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তার শিশুপুত্র ত্বকি আহমেদ (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ঘাতক বাস আটক করে রাখে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের হাফিজপুর নামক স্থানে সকাল ১০টায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস চাপায় ভ্যান চালক ফোরকান আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ২টি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।