নিজস্ব প্রতিনিধি || বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান ও সার্ভেয়ার মহি উদ্দিনের বিরুদ্ধে ২ লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি লিখিত আবেদনে এমন অভিযোগ এনেছেন।
মুক্তিযোদ্ধা হায়দার আলী লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালে মিশুক টমটম ও পেট্রোল বিক্রির জন্য ২টি লাইসেন্স পাওয়ার নিমিত্তে ৬ হাজার টাকা চালান দিয়ে তিনি ডিসি বরাবর আবেদন করেন। সরকারি বিধি অনুযায়ী সকল ডকুমেন্টস সাবমিট করার পর তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসিল্যান্ড ইসমাইল রহমান ১ বছরের অধিক সময় পরও তদন্ত প্রতিবেদন পেশ করেননি। পরবর্তীতে এসিল্যান্ড এর নির্দেশে সার্ভেয়ারের সাথে যোগাযোগ করলে তিনি (সার্ভেয়ার) বলেন, এরকম দুটি লাইসেন্স পেতে হলে ৬ লাখ টাকা এসিল্যান্ড স্যারকে দিতে হয়। আপনি যেহেতু মুক্তিযোদ্ধা আপনি কমপক্ষে ২ লাখ টাকা দিয়ে দেন, লাইসেন্স পেয়ে যাবেন।
এ ব্যাপারে এসিল্যান্ড ইসমাইল রহমানের মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। সার্ভেয়ার মহি উদ্দিন বলেন, একটি আবেদনের বিপরীতে প্রতিবেদন জমা দিয়েছি। অপরটি প্রক্রিয়াধীন অবস্থায় আমি বদলী হয়ে শায়েস্তাগঞ্জে যোগদান করি। আর্থিক লেনদেনের বিষয়টি ডাহা মিথ্যা দাবি করেন তিনি।