স্টাফ রিপোর্টার ।। চেক ডিজঅনার মামলার পলাতক আসামি সেলিমকে (৪৫) গ্রেফতার করেছে। গতকাল বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সেলিম চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি। রায় ঘোষণার পর পুলিশের গ্রেফতার এড়াতে সে পালিয়ে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত সেলিম ভাদৈ এলাকার বাসিন্দা। গতকাল বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন সেলিমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।