মো. মামুন চৌধুরী ।। ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও হিমায়িত গরুর মাংসসহ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এর আগে ৫৫ বিজিবি ৮টি সফল অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা, চশমা, কসমেটিকস সামগ্রী, থ্রি-পিস, সানপ্লাস, ব্লাউজ, শাড়ি, হিমায়িত গরুর মাংস ও বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করে। উদ্ধারকৃত এসব পণ্যের মূল্য আনুমানিক ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানী পণ্য বহন করা হবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরা কারবারীরা একটি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল পিকআপটি তল্লাশী করে ভারত হতে অবৈধপথে আসা হিমায়িত গরুর মাংস জব্দ করে।
এছাড়াও ৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চশমা, কসমেটিকস এবং পরিবহন কাজে ব্যবহৃত বাই সাইকেল আটক করে। পাশাপাশি চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, রেডিমেড ব্লাউজ পিস এবং শাড়ী জব্দ করে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন- আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত পণ্য জব্দ করেছি। জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।