স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ এবি ব্যাংকে এক গ্রাহকের একাউন্ট থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ব্যাংকের গ্রাহক মোঃ সারোয়ার তরফদারের একাউন্ট ১১১১৩৩২৯০২৩০০ থেকে অজ্ঞাত একাউন্ট ৭৫০১০৪৩৫৮২৬৪, ২৪৪৫৮১১২২৬৬৪২১, ১০৮৬৯৭১২০৬৬৪, ৬৭৮৭৩৪৪২২৬০৭, ৮০৭৯১৫৯২৬১৬৮ সহ বিভিন্ন একাউন্ট নাম্বারে ৫ লাখ টাকা ট্রান্সফার করা হয়।
গত কয়েক মাস আগে চুনারুঘাট উপজেলার গোড়ামি গ্রামের মৃত ওয়াহিদ তরফদারের ছেলে মোঃ সারোয়ার তরফদার এবি ব্যাংক হবিগঞ্জ শাখায় একটি একাউন্ট খোলেন। তার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তিনি ব্যাংকের ম্যানেজার জিয়াউর রহমান খানকে দায়ী করে হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে ব্যাংকের গ্রাহক সারোয়ার তরফদার এর মোবাইলে তার একাউন্ট থেকে টাকা ট্রান্সফারের এসএমএস এলার্ট আসে। এরপর তিনি ব্যাংকে গিয়ে দেখেন, তার একাউন্ট থেকে মোট ৫ লাখ টাকা বিভিন্ন অচেনা একাউন্টে ট্রান্সফার করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সারোয়ার তরফদার ব্যাংক ম্যানেজার জিয়াউর রহমানকে টাকা ট্রান্সফারের ম্যাসেজ আসার পর ফোন দিয়ে একাউন্ট বন্ধ করতে বলেন। কিন্তু তিনি তা না করে তার সাথে অশোভন আচরণ করেন। বিষয়টি জানাজানি হলে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ গ্রাহকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী সারোয়ার তরফদার জানান, নিজের কষ্টার্জিত সঞ্চয়ের এমন অবস্থা দেখে তিনি হতভম্ব। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি তিনি জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com