স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। গতকাল রাত প্রায় ৮টায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- শেখ রশিদ মিয়া ও তার স্ত্রী করিমুন নেছা, ছেলে শেখ তারেক মিয়া ও মেয়ে জান্নাত বেগম।
হামলায় আহত জালালাবাদ গ্রামের শেখ রশিদ মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে তার বাসভবনে নোয়াগাঁও গ্রামের বদরুল এর নেতৃত্বে ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাসায় হামলা ও লুটপাট চালায়। এতে স্ত্রী সন্তানসহ তিনি আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবণতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট রেফার করেন।
সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।