
জুবায়ের আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে সিএনজি চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করেছে জনতা। পরে তাদের গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করা হয়। শনিবার ১২ জুলাই ভোর ৫টার দিকে উপজেলার মহাসড়কে বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের আব্দাপুটিয়া (চারগাঁও) গ্রামের ইউসুফ আলীর ছেলে সিএনজি চালক ইসমাইল (১৯) শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়িতে সিএনজিটি রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে যায়। এ সুযোগে ৪ চোর মিলে ইসমাইলের সিএনজি (হবিগঞ্জ-গ-১১-৮০০০) গাড়িটি চুরি করে নিয়ে যায়। এমতাবস্থায় ইসমাইল তার সিএনজি না পেয়ে তাৎক্ষণিক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সিএনজিটি খুঁজতে থাকেন।
একপর্যায়ে সিএনজিটি স্টার ব্রিক ফিল্ডের সামনে দেখতে পেয়ে সিএনজি চালক ইসমাইল ও স্থানীয় জনতা চোরদের পিছনে ধাওয়া করলে তারা সিএনজি রেখে স্টার ব্রিক ফিল্ডের ভিতরে চলে যায়। এসময় স্থানীয় জনতার সহায়তায় সাতকাপন ইউনিয়নের মুড়াগাঁও সংলগ্ন আরিছপুর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে মোঃ সালাউদ্দিন (৩৫) ও মিরপুর ইউনিয়নের স্বর্ণরেখ গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে মোঃ মনির মিয়া(৩২)কে আটক করে। পরে গণধোলাই দিয়ে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়। ধৃত দুজন জানায়, জনতার ধাওয়া খেয়ে তাদের সহযোগী দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে বর্তমানে ৫নং লামাতাশী ইউনিয়নের শুকরগ্রামের বাসিন্দা ফারুক মিয়া(৩২) ও ৬নং মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে লাল মিয়া(৩৪) পালিয়ে যায়। পরবর্তীতে ইসমাইল মিয়া বাদী হয়ে আটককৃত সালাউদ্দিন ও মনির মিয়া এবং পালিয়ে যাওয়া ফারুক মিয়া ও লাল মিয়া সহ ৪ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।