
মানব সম্পদ ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে ॥ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর হবিগঞ্জ জেলার ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেট মহানগরীতে বসবাসরত সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হবিগঞ্জ সমিতি একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং সংগঠনটিকে আরও সুসংহত ও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জেলার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব।
১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে হবিগঞ্জ সমিতি সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খাঁন কবির।
বিশেষ অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সিলেট বিভাগের মধ্যে এ বছর সবচেয়ে খারাপ ফলাফল করেছে হবিগঞ্জ জেলা। মানব সম্পদ ও শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলা পরিবেশ বিপর্যয়, গোষ্ঠিগত দ্বন্ধ-সংঘাত ও সামাজিক অস্থিরতায় জর্জরিত। এতে জেলার সুনাম ক্ষুন্ন হচ্ছে। সংঘাত ও দাঙ্গার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. শাহাব উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. আলী ওয়াক্কাস সোহেল, অধ্যাপক শওকত হোসেন রিপন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, জিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল, মোতাহার হোসেন সোহেল প্রমূখ।