
স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজ চত্বরে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা হাতে নানা প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, একজন নিরীহ ব্যবসায়ীকে প্রকাশ্যে দিনের আলোতে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এটা মানবতার চরম লঙ্ঘন এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার বড় প্রমাণ। আমরা এই হত্যার দ্রুত বিচার চাই।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শ
হরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।