স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা রুজু হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জের নারী শিশু কোর্টে ধর্ষিতা কিশোরী জবানবন্দি দিয়ে পরিবারের জিম্মায় গেছে।
গত বুধবার রাতে কুলাউড়ার এক কিশোরী চট্টগ্রাম থেকে আন্তঃনগর ট্রেনে শায়েস্তাগঞ্জ স্টেশনে আসে। এ সময় তাকে ট্রেন থেকে নামিয়ে কতিপয় কিশোর ও যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পাশে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে কাঁদতে দেখে ফাঁড়ি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারে। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে রায়হান নামে একজনকে গ্রেফতার করে। শুক্রবার এ নিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে খোঁজ খবর নেন। পরে ভিকটিমকে শ্রীমঙ্গল নিয়ে যাওয়া হয় এবং গ্রেফতারকৃত আসামি রায়হানকে আদালতে প্রেরণ করা হয়।