নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক এম,এ আহমদ আজাদ গতকাল শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটে একটি বেসরকারী হসপিটালে ভর্তি হয়েছেন। সকালে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

জানা যায়, ৭ জুলাই নবীগঞ্জ শহরের স্মরণকালের ভয়াবহ সংঘর্ষ হলে এতে একজন নিহত ও শতাধিক লোক আহত হন। গতকাল ৯ জুলাই এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে ৭নং আসামি করা হয়। এতে তিনি বিচলিত হয়ে পড়েন। প্রচন্ড চিন্তায় অনেকটা অসুস্থ হয়ে পড়েন। সকালে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ডাক্তার তাকে পর্যবেক্ষণে রেখেছেন ও বলেছেন তিনি আশংকামুক্ত। সাংবাদিক আজাদ দীর্ঘ ৩০ বছর ধরে সাংবাদিকতা করে আসছেন। দেশের স্বনামধন্য প্রতিটি জাতীয় মিডিয়ায় কাজ করেছেন। সাংবাদিকতায় একাধিকবার পুরস্কৃত হয়েছেন।

বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় মিডিয়া দৈনিক সমকাল, আঞ্চলিক দৈনিক সবুজ সিলেট, স্থানীয় দৈনিক খোয়াই, হবিগঞ্জের মুখ পত্রিকায় প্রতিনিধি ও জাতীয় অনলাইন বিডি২৪লাইভ ডটকমে সিলেট বিভাগের বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করছেন। গতকাল তিনি ফেসবুক বার্তায় তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।