শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম
এম এ মজিদ ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহ সুলেমান ফতেহগাজী বাগদাদী (র) এর মাজার সংলগ্ন জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা আতিকুল ইসলাম বলেছেন- সত্য সব সময় সুন্দর ও মজবুত হয়।
মিথ্যা সব সময় দুর্বল হয়। সত্য প্রতিষ্ঠিত হয়, মিথ্যা ধুলিস্যাৎ হয়। কারবালার ঘটনা থেকেও আমরা সত্যের জয় ও মিথ্যার পরাজয় জানতে পারি। ইমাম হুসাইন (রা) যদি মিথ্যার কাছে হার মানতেন, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। ইমাম হুসাইন (রা) ও তার পরিবারের সদস্যরা মিথ্যার কাছে মাথা নত করেননি, ইসলামের দুশমন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেননি, ইমাম হুসাইন (রা) ও তার পরিবারের সদস্যরা হয়তো শহীদ হয়েছেন কিন্তু ইসলাম রক্ষা পেয়েছে, রাসুল (সা) এর সুন্নত জীবিত রয়েছে। কারবালার ইতিহাস তুলে ধরে মাওলানা আতিকুল ইসলাম বলেন- ইসলামের দুশমনরা নবী (সা) এর কলিজার টুকরাদেরকে সামান্য পানি পর্যন্ত পান করতে দেয়নি। ইমাম হুসাইন (রা) এর শরীরে ইসলামের দুশমনরা ১৩০টি তীর নিক্ষেপ করেও ক্ষ্যান্ত হয়নি, সর্বশেষ সীমার রাসুল (সা) এর আদরের নাতী ইমাম হুসাইন (রা) কে ছুরি দিয়ে গলা কেটেছে। শিশু আলী আজগরকে গলায় তিরবিদ্ধ করে শহীদ করেছে। রাসুল (সা) এর বংশের প্রায় সবাইকে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে।
ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারবালার বিষয়টিকে শুধু হত্যাকান্ড হিসাবে দেখলেই হবে না, সেটা সত্য মিথ্যার লড়াই ছিল। ইসলামের পক্ষে বিপক্ষের লড়াই ছিল। রাসুল (সা)কে ভালবাসা না বাসার বিষয় ছিল। মাওলানা আতিকুল ইসলাম সকলকে কারবালার ইতিহাস ভালো করে জানার অনুরোধ জানান।