রাজু সরকার ॥ আন্তর্জাতিক কিশোর ‘লা-লিগা ইয়ুথ ফুটবল টুর্নামেন্টে সুযোগ পেয়েছে হবিগঞ্জের সদর উপজেলার তানজিম আহমেদ নাহিদ (১৬) নামে এক প্রতিভাবান ফুটবলার। মালোশিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করবেন।

ওই টুর্নামেন্টে অংশ নিতে গত ১০ জুলাই মালোশিয়ায় পৌঁছেছে নাহিদরা। হ্যালো সুপারস্টারস’-এর তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে গঠন করা হয়েছে বাংলাদেশ দল।

ওই দলে সিলেট বিভাগ থেকে একমাত্র সুযোগ পায় হবিগঞ্জের সদর উপজেলার মাছুলিয়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে তানজিদ আহমেদ নাহিদ। পিতা আব্দুল আউয়াল একজন প্রবাসী। পরিবারে দুই ভাইয়ের মধ্যে নাহিদ ছোট। সে হবিগঞ্জ ফুটবল একাডেমির ছাত্র এবং আলী ইদ্রিস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

নাহিদের এই অর্জন শুধু তার পরিবারের নয়, হবিগঞ্জ জেলা তথা গোটা দেশের। একদিন হয়তো সত্যিকার অর্থেই বাংলাদেশ ফুটবল দলে নাহিদের নাম গর্বের সাথে উচ্চারিত হবে, এই প্রত্যাশা সকলের।