চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার হাতুন্ডা এলাকায় শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিণাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার হতে ২৬ জানুয়ারি রোববার পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, ধর্মসভা, পদকীর্তন, লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারি সোমবার হতে ২৯ জানুয়ারি বুধবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিণাম সংকীর্তন মহাযজ্ঞ চলে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার কীর্তনসহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা, হরিলুট ও উৎসব সমাপন হয়েছে। উৎসব আয়োজক কমিটি জানায়, এবছর উৎসব অঙ্গনে বিভিন্ন স্থান হতে অনেক ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে এ আয়োজন সম্পন্ন হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com