নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইদানিং নবীগঞ্জ শহরে মোটরসাইকেল, সিএনজি ও মিশুক গাড়ি চুরির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শহরের নতুন বাজার এলাকায় শাহিদ সুপার মার্কেট থেকে সিনিয়র সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম জাকিরের মোটরসাইকেল চুরি হয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুঁজি করে সাইকেলের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, সম্প্রতি নবীগঞ্জ শহরসহ আশপাশের এলাকা এবং উপজেলার বিভিন্ন স্থান থেকে একটি চোরাই সিন্ডিকেট তৈরী করে সিএনজি, মিশুক ও মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত সোমবার থানা সংলগ্ন সিএনজি স্টেশন থেকে সামছুল ইসলাম নামক এক চালকের সিএনজি নিয়ে যায় চোরেরা। এছাড়াও শহরতলীসহ বিভিন্ন স্থান থেকে মিশুক গাড়ী, সিএনজি ও মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com