স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জামিনের ভুয়া নথি দেখিয়ে কারাগার থেকে ৪ আসামী বের করে নেয়ার মূল হোতা পুলিশের হাতে আটক হোসাইন মোঃ আরিফ (২৫) নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে এ ঘটনায় আমল আদালত-৬ এর জিআরও এএসআই মোঃ মীর কাশেম বাদি হয়ে আরিফকে প্রধান করে আরও ৬ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর থানায় জালিয়াতির মামলা করেছেন। এ প্রেক্ষিতে পুলিশ আরিফকে আদালতে সোপর্দ করলে সে দীর্ঘ জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা যাচাই বাছাই করা হচ্ছে এবং এই চক্রের সাথে কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন, জালিয়াত চক্রের হোতা শুধু আরিফই নয়, তার সাথে কোর্টের লোকজনও জড়িত থাকতে পারে। তাই সুষ্টু তদন্তের মাধ্যমে জালিয়াত চক্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।
প্রসঙ্গত, জামিনের ভুয়া নথি দেখিয়ে কারাগার থেকে বের হয়ে যান মাদক মামলার ৪ আসামি। বুধবার তারা কারাগার থেকে বের হয়ে যান বলে আসামি পক্ষের আইনজীবী ফয়সল বৃহস্পতিবার জানতে পারেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এড়ালিয়া গ্রামের মন্নর আলীর পুত্র হোসাইন মোঃ আরিফকে আটক করা হয়।
ভুয়া নথি দেখিয়ে কারাগার থেকে বেরিয়ে যাওয়া আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শিমুলগঞ্জ গ্রামের রুয়েল মিয়া, একই উপজেলার আলী হোসেন, জগন্নাথপুর উপজেলার পাগলা গ্রামের আজাদ মিয়া ও শান্তিগঞ্জ উপজেলার কিরগাঁও গ্রামের সুয়েব মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com