হবিগঞ্জের সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে জি কে গউছ
জি কে ঝলকের সাথে আমার কোন রাজনৈতিক কিংবা পারিবারিক সম্পর্ক নাই ॥ আমার পরিচয় দিয়ে যে বা যারা অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করুন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সকল সরকারি প্রতিষ্ঠান, বে-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও দপ্তরের উদ্দেশ্যে বিশেষ সতর্কতামূলক বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে জি কে গউছ বলেন- আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, হবিগঞ্জের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরে জি কে ঝলক সহ কতিপয় ব্যক্তি আমার নাম ভাঙ্গিয়ে অথবা আমার ভাই পরিচয় দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছে। যা সম্পূর্ণ অনভিপ্রেত। জি কে ঝলক এক সময় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে দলে তার কোন পদ পদবী নাই। তার সাথে আমার কোন রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক নাই। আমি ৪০ বছর যাবত বিএনপির রাজনীতি করি কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়ার জন্য নয়। আমার পরিচয় দিয়ে অথবা আমার নাম ভাঙ্গিয়ে যে বা যারা সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নাই। আমার পরিচয় দিয়ে যে বা যারা অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদেরকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দপ্তরের কর্মকর্তাদের প্রতি অনুরোধ করছি। এর ব্যত্যয় হলে দায় দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাকে বহন করতে হবে। কোন দুষ্কৃতিকারী এবং অন্যায়কারীর দায়ভার আমি বা আমার দল বিএনপি নিবে না।