স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কবিরকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে আসামী কবিরকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মহলুলসুনাম এলাকা থেকে তাকে আটক করা হয়। কবির পৌরসভার জগন্নাথপুরের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজহারভুক্ত আসামী হিসেবে সেনাবাহিনীর একটি অভিযানিক টিম তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। তিনি উল্লেখিত মামলায় জামিনে আছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com