হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পালিত হয়েছে পুকুর পরিস্কারকরণ কর্মসূচী। মঙ্গলবার শহরের পুরান মুন্সেফী আরডি হলের উত্তর পাশের পুকুর ও শায়েস্তানগর পৌর টাউন মডেল পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পুকুর-জলাশয় পরিস্কারকরণ উপকমিটির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা টিম অভিযানে অংশ নেয়। দুটি পুকুরেই পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আখতারুজ্জামান টুকু, হবিগঞ্জ সমাজ সেবা অফিসের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর সন্দীপ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহুল আমিন, সহকারী কমিশনার মোঃ বায়েজীদ সরকার, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান সরকারি পুকুর ও জলাশয়ের সীমানা নির্ধারনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া পুকুরে বর্জ্য ফেলা বন্ধ করতে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি