চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বন বিভাগের নিলামকৃত গাছের রি-অকশন নিয়ে দিনভর হট্টগোলের ঘটনা ঘটেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, কালেঙ্গা, রঘুনন্দন ও শায়েস্তাগঞ্জ বন বিটের ৬৭টি লটের প্রকাশ্যে নিলাম আহবান করে বন বিভাগ। মঙ্গলবার দুপুর ২ টায় চুনারুঘাট ফরেস্ট ডাক বাংলোয় আয়োজিত নিলামে ২০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে ৩৫ জন লাইসেন্সধারী ঠিকাদার এতে অংশগ্রহণ করেন। পরে ৬৭টি লট আলাদা আলাদা নিলামে সর্বমোট ৭ লাখ ৮০ হাজার ৭৫০ টাকায় বিক্রি করে সিলেট বন বিভাগ। এরপর সমঝোতার ভিত্তিতে নিজেদের মধ্যে রি-অকশনে অংশ নেন ঠিকাদারগণ। এতে লাইসেন্সবিহীন রাজনৈতিক মদদপুষ্ট তৃতীয় একটি পক্ষও লভ্যাংশের ভাগ বুঝে নিতে আসলে দিনভর দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমরা সরকারি নিয়ম মেনে দুপুরের মধ্যেই নিলাম সম্পন্ন করি। সেগুন, আকাশমণি, চামলসহ বিভিন্ন প্রজাতির গাছের ৬৭টি লট ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট প্রদানের প্রেক্ষিতে ১৫ জন ঠিকাদার এগুলো কিনে নেন। এরপর কি হয়েছে আমরা তা জানি না।
একটি সূত্র জানায়- আগে থেকেই নিজেদের মধ্যে সমঝোতা করে নিলামে অংশ নেন ঠিকাদারগণ। পরে নিজেরা রি-অকশনের মাধ্যমে লভ্যাংশ ভাগাভাগি করেন। সচেতন মহলের মতে এতে প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com