স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি মাধবপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন প্রমূখ। এর আগে ১০ জন কোরআনের হাফেজ দ্বারা পবিত্র কোরআন খতম ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।