মো. মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকারে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী, হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। তাছাড়া বাসের ধাক্কায় একটি বিদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান- বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো।