আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক বেওয়ারিশ মহিলার লাশ দাফন করেছে। গতকাল জানাজার নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, আব্দুস শহীদ, জামাল মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত, ২ জানুয়ারি আজমিরীগঞ্জ পৌরসভার বাঁশমহল সংলগ্ন পরিত্যক্ত টয়লেটের ভিতর হতে এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। যার বয়স অনুমান ৫৮ বছর, গায়ের রং কালো, উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি। পড়নে ছিল হলুদ রঙের ছাপা প্রিন্টের শাড়ি এবং সবুজ রঙের ব্লাউজ। লাশের পরিচয় শনাক্তের জন্য স্থানীয় লোকজনকে দেখানো হয় এবং থানা এলাকায় মাইকিংসহ আশপাশের থানা সমূহে বার্তা প্রেরণ করা হয়। তার পরও লাশের পরিচয় না পাওয়ায় পিবিআই ও সিআইডি হবিগঞ্জের মাধমে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়। লাশের পরিচয় না পাওয়ায় হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করে পুলিশ।