অপু আহমেদ রওশন ॥ হবিগঞ্জ শহরে অবৈধ ব্যাটারী চালিত টমটম ও মিশুক এর বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী। তীব্র যানযটে পড়ে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা।
প্রতিদিন শহরে কয়েক হাজারেরও বেশি টমটম ও মিশুক এলোপাতাড়ি ভাবে চলাচল করে থাকে। এতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর এতে সকল শ্রেণির মানুষকে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকা পড়ে থাকতে হয়। কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক। এছাড়া পায়ে হেঁটে চলাচলকারী পথচারীদের রাস্তায় চলাচলের ফাঁকা জায়গা না পেয়ে ভয়ে অনেক সময় রাস্তার কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এমনকি প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয় পথচারিদের। এছাড়াও বৃদ্ধ পুরুষ, মহিলা এবং শিশু বাচ্চাদের নিয়ে চলাফেরায় মারাত্বক ব্যাঘাত ঘটছে।
সরেজমিনে দেখা যায়, শহরের নতুন খোয়াই মুখ হতে চৌমুহনি ট্রাফিক পয়েন্ট পর্যন্ত প্রধান রাস্তা বন্ধ করে শত শত টমটম মিশুক দাঁড় করিয়ে রাখা হয়। তাছাড়া চালকরা এলোপাতাড়ি ভাবে রাস্তায় গাড়ি ঘুরিয়ে ছুটে চলছে এদিক সেদিক। এমন অব্যবস্থাপনায় অতিষ্ট লোকজন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।