নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে সার্বজনীন মহা শ্মশানের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় গোপাল জিউর মন্দিরের সেবাইত গোপাল দাস বৈষ্ণব ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন পূর্ব বুল্লা মহামায়া যুব সংঘের সভাপতি ও মহা শ্মশান কমিটির সভাপতি সুশীল গোপ পদু, গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও সমাজ সেবক হরিপদ মোদক, দূর্গা দাস দেব, গোপেশ মোদক, রতীশ সরকার, হরিপদ গোপ, হরি সূত্রধর, বিমল মোদক, নিলয় গোপ, বিজয় মোদক, শ্রী কুমার দাস। যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুন গোপ, প্রাণকৃষ্ণ দেব, ক্ষিতীশ গোপ শুভ, সোহেল মোদক, রিপন মোদক, সুবল মোদক, শুভ মোদক, জন্টু মোদক, অধীর সূত্রধর ও গীতা নিকেতন এর পরিচালক ও গীতা সংঘের সভাপতি বিশ্বজিৎ রায়। এছাড়াও অনুষ্ঠানে গ্রামের মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।