![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/12/011-2.jpg)
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে ২০২৪-২৫ অর্থ বছরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। এ উপলক্ষে উপজেলার হ্যালিপ্যাড মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সভাপতিত্বে ও কেএম আব্দুস শাহেদের পরিচালনায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম ও লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ ওয়াহেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কবির হোসেন।
আলোচনা সভা শেষে ৬ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ এবং ৬ জন কৃষকের হাতে ধান ক্রয় বাবদ ব্যংকের চেক প্রদান করেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।
পরে ২০২৪ অর্থ বছরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত ও কর্মচারিগণের জন্য ব্যাডমিন্টন কোর্ট ‘পুনাই’ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিয়ামত ভূইয়া ও গীতা পাঠ করেন ভেনু গোপাল দাস।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, আগে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের খাদ্য গুদামের কর্মকর্তাদের জিম্মি করে সরকারি মূল্যে খাদ্য গুদামে ধান দিত। আপনাদের অর্থাৎ কৃষকদেরকে এবার আশ্বস্ত করতে পারি আসন্ন মৌসুমে আর এগুলো হবে না। কেউ এরকম করার সাহস পাবে না। আগে কৃষকরা খাদ্য গুদাম ছিনত না। খাদ্য গুদামে ধান দেওয়ার প্রক্রিয়া জানানোর জন্যই আজকের এ আয়োজন। আপনারা খাদ্য গুদামে ধান দিতে আসেন, আপনাদের দেখে অন্য কৃষকরা খাদ্য গুদামে ধান দিতে উৎসাহ পাবে এবং আসন্ন মৌসুমে কৃষকরা কোন হয়রানি ছাড়া খাদ্য গুদামে সরকারি মূল্যে ধান দিতে পারবেন।
প্রসঙ্গত, লাখাই উপজেলায় ৩৩ টাকা কেজি ধরে ১৯৫ মেঃ টন ধান ও ৪৬ টাকা কেজি ধরে ৪৩৯ মেঃ টন সিদ্ধ চাল ক্রয় করবে সরকার।