সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের বলু মিয়ার ছেলে সুমন মিয়া ও ৩নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের নুরধন মিয়ার ছেলে আব্দুল মন্নান।
সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় লাখাই থানার একদল পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করে।
এ বিষয়ে ওসি জানান, গ্রেফতারকৃত সুমন মিয়া হবিগঞ্জ বিজ্ঞ দায়রা জজ ১ম আদালতে ৪ মাসের বিনাশ্রম কারাদ- ও ৩ লাখ ৪০ হাজার টাকা অর্থদ-ে দন্ডিত এবং আব্দুল মন্নান বিদ্যুৎ আইনে বিচারিক আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-ে দন্ডিত। আসামীদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com