সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকা-ে তাফরিদ কটন মিলস লিমিটেড পুড়ে গেছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোম্পানির এডমিন মোঃ জাহিদুল ইসলাম জানান। অগ্নিকান্ডের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এবং ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার অলিপুর এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টায় সংবাদ পেয়ে প্রায় অনেক চেষ্টায় তাফরিদ কটন মিলসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। কোম্পানির এডমিন জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টার দিকে তাফরিদ কটন মিলসে ভয়াবহ অগ্নিকা-ে ২৮৮ মেট্রিক টন তুলা আগুনে পুড়ে গিয়েছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com