![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/12/008-S-m-Suruj-Ali-Mufassol-Mia.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খায়রুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন উল্লেখ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন শাখার সভাপতি মোফাচ্ছল মিয়াকে প্রধান আসামী করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৪ ডিসেম্বর এ মামলাটি দায়ের করেন আহত খায়রুল ইসলাম।
মামলার বাদী খায়রুল ইসলাম বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের সিজিল মিয়ার ছেলে। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট আসামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েন এবং দেশীয় অস্ত্র দিয়ে বাদী ও সাক্ষীদের মারপিট করেন।
মামলার উল্লেখ্যযোগ্য অন্য আসামীরা হলেন- হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পিএস সেলিম উদ্দিন, আশরাফুল ইসলাম মোবারুল, জুয়েল মিয়া, শাহিদুর রহমান শাহীন, এনাম মিয়া, শ্যামল দাস, ফুল মিয়া, সুজিত দাস, আব্দুল হক সর্দার, কাইয়ূম মিয়া, জহুর আমিন, সাইদুর রহমান, সুজিত দাস, পবিত্র দাস, সন্তোষ দাস, জামিল মিয়া, সাজ্জাদ কবির, গোলাম আকবর চৌধুরী, মাহমুদ মিয়া, লিটন মিয়া, আব্দুল্লাহ মিয়া, আলী হায়দার, সৌরভ মিয়া, এমদাদুর রহমান, মুজিবুর রহমান, আফরোজ মিয়া, চুনু মিয়া, আশিক মিয়া, প্রভাত দাস, নীরেশ দাস বলাই, আজমিরীগঞ্জের শাহজাহান মিয়া, শচীন্দ্র ঘোষ, তাজু মিয়া ও আল-আমিন মিয়া।