স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক সেমিনার ৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার বিদ্যুৎ দাশের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা অফিসার জালাল উদ্দীন। বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সজলু মিয়া, মানিক লাল আচার্য, মাহাবুব রহমান, রুকিয়া বেগম।
মুখ্য আলোচক বলেন, সমাজসেবা অফিস বর্তমানে ৫৪টি প্রকল্প নিয়ে কাজ করে দেশে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com