সালেহ আহমেদ নক আউট ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সালেহ আহমেদ নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় বানিয়াচঙ্গর এফসি ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে মক্রমপুর সেলিম চৌধুরী ফুটবল একাডেমী সেমিফাইনালে উঠেছে। বুধবার বিকেলে বানিয়াচং এফসি ফুটবল একাদশ ও মক্রমপুর সেলিম চৌধুরী ফুটবল একাডেমীর মধ্যে ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। খেলার ১ম অর্ধে বানিয়াচং এফসি ফুটবল একাদশ ১ গোল করে এগিয়ে থাকলেও ২য় অর্ধে মক্রমপুর সেলিম চৌধুরী ফুটবল একাডেমী ১টি গোল করলে সমতা হয়। পরে ট্রাইবেকারে মক্রমপুর সেলিম চৌধুরী ফুটবল একাডেমী জয়লাভ করে। টান টান উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের এ খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকদের সমাগম ঘটে আধুনিক স্টেডিয়ামে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মক্রমপুর ফুটবল একাডেমীর গোল কিপার। তাকে সেরা খেলোয়াড়ের সম্মাননা দেওয়া হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল মতিন। সহকারি রেফারী ছিলেন আনোয়ার আলী ও সফিক মিয়া। ৪র্থ অফিসিয়াল (রেফারী) দায়িত্ব পালন করেন কাজল। মক্রমপুর সেলিম চৌধুরী ফুটবল একাডেমী প্রতিষ্ঠা সেলিম চৌধুরী ও পরিচালক জসিম চৌধুরী ২য় রাউন্ডের খেলায় বিজয়ী হওয়ায় তিনি খেলোয়াড়, দর্শক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান। একাডেমীর পরিচালক জসিম চৌধুরী জানান, আমাদের একাডেমীর খেলোয়াড়রা প্রথম রাউন্ডে চমক দেখিয়েছিলেন। ওই চমক অব্যাহত থাকবে। আমি আশা করি সেমিফাইনালে আরো ভালো খেলবে তারা।