স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে হবিগঞ্জ আইনজীবী ফোরাম এক প্রতিবাদ সভা করেছে। গতকাল বুধবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা বারের সামনে অ্যাডভোকেট মোঃ সামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি মোঃ আব্দুল হাই, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনজুর উদ্দিন আহমেদ শাহীন, জিপি খায়রুল ইসলাম খোকন, পিপি মোঃ আবুল ফজল, পিপি মোঃ কামাল উদ্দিন সেলিম, এপিপি মোঃ আফজাল হোসেন, গুলজার আহমেদ খাঁন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোঃ সামছু মিয়া চৌধুরী, মোঃ হাফিজুল ইসলাম, সরকার মোঃ আঃ শহিদ, মোজাম্মেল আহমেদ চৌধুরী, সিরাজ আলী মীর প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তাগণ সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।