শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী শায়েস্তাগঞ্জ পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ শাহিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক অলি উল্লাহ মোঃ জহির, সেক্রেটারি মোঃ ইয়াসির খান, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা আবদুস শহীদ, সাইফুল ইসলাম, কবির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেন, প্রতিহিংসা নয় বরং সমাজে ন্যায়, ইনসাফ, শান্তি ও দ্বীন ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের বদলা নেয়া হবে।