চুনারুঘাট প্রতিনিধি ॥ শিক্ষাই জাতির মেরুদন্ড আর মেধাবীরাই দেশের সম্পদ। শিক্ষার্থীদেরকে মেধাবী করে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি। শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এতে অংশগ্রহণ করে উপজেলার সরকারি/বেসরকারি মিলে ৩০টি প্রতিষ্ঠানের ১৮১ জন ছাত্রছাত্রী।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিদর্শক আব্দুল মোচ্ছাবির, পরিক্ষা নিয়ন্ত্রক মো. এমদাদুল হক চৌধুরী, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জায়েদুল ইসলাম জুয়েল, সার্বিক তত্ত্বাবধানে মোঃ জয়নাল আবেদিন, কমিটির সদস্য মাস্টার লিটন সরকার, কমিটির সদস্য করিম হোসাইন, সাংবাদিক মোহাম্মাদ শওকত আলী, হল সুপার শিক্ষক আনোয়ার হোসেন।
উল্লেখ্য, উক্ত মেধা বৃত্তি চালু করেন আইতনের কৃতি সন্তান আব্দুর রউফ (দুবাই প্রবাসী)। তিন বছর যাবৎ উপজেলায় বৃত্তিটি চালিয়ে যাচ্ছেন তিনি। হল পরিদর্শনের পর অভিভাবকদের সাথে মতবিনিময় করেন চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম। ওসি সবার উদ্দেশে বলেন- যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে দেখা করবেন আপনাদের সেবা দিতে আমরা প্রস্তুত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com