স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউপি চেয়ারম্যান এমএ মোত্তালিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে মোঃ সেবলু মিয়া, অমূল্য সূত্রধর, মানিক সূত্রধর, যোগেন্দ্র সরকার, গবিন্দ সূত্রধর, বিজয় রায় লিখিত অভিযোগটি দাখিল করেন।
অভিযোগে তারা বলেন- “বিগত ০১-০৮-২০২৩ইং তারিখে তথ্য কর্মকর্তা ও সচিব, ৩নং তেঘরিয়া ইউপি, হবিগঞ্জ সদরের বরাবরে আমাদের ৬নং ওয়ার্ডের রামপুর গ্রামের ১নং হইতে ৭নং পর্যন্ত তথ্য পাওয়ার জন্য আবেদন করিলে আমরা দীর্ঘদিন যাবত ইউনিয়ন পরিষদের সচিবের কাছে যাওয়া আসা করিলে তিনি বলেন যে, চেয়ারম্যান সাহেব আমাকে অনুমতি না দিলে আমি আপনাদেরকে তথ্য দেওয়া সম্ভব নয়। আমাদের প্রতীয়মান হয়, আমাদের ৬নং ওয়ার্ডের মেম্বার রনজিত সূত্রধর আমাদের ৬নং ওয়ার্ডের এমন দুর্নীতি করিয়াছেন যাহা ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনগণের সামনে তথ্য প্রদান করিলে দুর্নীতি হইতে তিনি পার পাইবেন না। এই জন্য চেয়ারম্যান সাহেব তথ্য দিতে অনীহা প্রকাশ করেন।”
অভিযোগে রনজিত মেম্বারের কর্মকান্ডগুলো সরেজমিনে তদন্তপূর্বক অর্থ বৎসরসহ সকল কর্মকান্ডের তথ্য না দেওয়াতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সদয় মর্জি কামনা করেন অভিযোগকারীরা।
অভিযোগের অনুলিপি হবিগঞ্জের জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার, হবিগঞ্জ ও জেলা দুর্নীতি দমন কর্মকর্তাকে প্রদান করা হয়েছে।