স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের একজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবপুর উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের মডার্ণ বাসের সুপারভাইজার শাহ আলম (৩০)। তিনি বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের গাড়ি চালক মৃত আলফু মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী মডার্ণ বাস উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মিতালী পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মডার্ণ বাসের সুপারভাইজার শাহ আলমসহ দুইজন নিহত হন। আহতদের নরসিংদী হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আরও দুই জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। তবে দুই বাসের চালক পলাতক রয়েছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com