স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে থেমে নেই নিষিদ্ধ বাউল গানের আসর। যৌথবাহিনী বারবার অভিযান চালালেও বন্ধ হচ্ছে না বাউল গানের আসর। ভূক্তভোগীরা মনে করেন বাউল গানের কারণে চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আউশপাড়া গ্রামের প্রাইমারী স্কুলের মাঠে জয়নাল ফকিরের নেতৃত্বে বাউল গানের আসর বসানো হয়। এ সময় লালু মিয়া ও জাহির মিয়ার মাঝে নারী শিল্পীদের নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষে মারামারি হয়। এতে ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গান পন্ড হয়। এদিকে গত ৯ অক্টোবর রাতে জালালাবাদ গ্রামে দেওয়ান কবির ও জয়নাল ফকিরের নেতৃত্বে বাউল গানের আসর বসে। এ খবর যৌথ বাহিনীর নিকট গেলে গান পন্ড হয়ে যায়। যৌথ বাহিনী গানের সরঞ্জাম জব্দ করে। এরকম কয়েকবার সদরের বিভিন্ন স্থানে অভিযান করেও বাউল গান বন্ধ করা যাচ্ছে না। এলাকাবাসী এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।