আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচং উপজেলা সদরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সহায়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর দুপুর ১টায় ৪নং ইউনিয়ন হলরুমে, বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমজাল হোসেন এর সভাপতিত্বে ও ৪নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক মারুফ, জাহির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা পূজা উৎসব কমিটির সভাপতি মাধব দেব, দেবাশীষ চৌধুরী, সাবেক যুবদল সভাপতি আমীর হোসেন, মোহাম্মদ সেবুল মিয়া, জাহিদ, ফজল, সাদিক হুসেন প্রমুখ।
সভায় বলা হয়- পূজাম-পগুলোতে যাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্গাপূজায় যাতে কোনো সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের নজরদারি অব্যাহত থাকবে। আযানের সময় মাইকের শব্দ, বাদ্যযন্ত্র সংযত ও নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানানো হয়।
সভায় শ্রমিক দল, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।