নবীগঞ্জের খনকারী গ্রামের বিশিষ্ট মুরুব্বি পীর শাহ্ শামছুল আলমের ইন্তেকাল
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি, কামড়াখাই-জয়নগর মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেনডেন্ট, পীর শাহ্ শামছুল আলম (৮৫) বুধবার ভোররাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে, দুই ছেলে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার বিকেল ৫ টায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তা ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত শত শত ভক্ত, আশেকান অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে সৌদি প্রবাসী শাহ্ ফখরুল আলম। মোনাজাত পরিচালনা করেন তাঁর বড় ছেলে শাহ্ সাফিউল আলম।